ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

--

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৮:০০

২০২২ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২২ এ গোল্ড পুরস্কার (প্রথম স্থান) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত শনিবার রাজধানী ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

আরও পড়ুন

×