ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এক প্রতিষ্ঠান ও তিন ব্যক্তি পেলেন ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস

এক প্রতিষ্ঠান ও তিন ব্যক্তি পেলেন ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৪:২৯

দেশের ব্যবসা-বাণিজ্যে অবদানের জন্য চার ক্যাটাগরিতে তিন ব্যক্তি ও এক ব্যাংককে ২১তম বাংলাদেশ ব্যবসা পুরষ্কার দেওয়া হয়েছে। বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ২০২২ সালের এই পুরস্কার রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় নির্বাচিতদের হাতে তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এতে দেশের ব্যবসা-বাণিজ্যে অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন এপেক্স ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহী। ২০২২ সালের সেরা ব্যবসায়ীর স্বীকৃতি পেয়েছেন তৈরি পোষাক খাতের অন্যতম রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন। একইসঙ্গে ২০২২ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক ও নারী উদ্যোক্তার পুরষ্কার পেয়েছেন সুতার কাব্যের চেয়ারপার্সন সিরাজুম মুনিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আজকে যাদের পুরষ্কার করা হচ্ছে তাদের সাথে আমি কোন না কোনভাবে সংস্পর্শে আসতে পেরেছি। ব্রাক ব্যাংকের সাথে কাজ করত গিয়ে দেখেছি তাদের দায়িত্বশীলতা। আজকের এই পুরস্কার তাদের প্রাপ্য। স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক যে খাতের ব্যবসায়ী আমিও সেই খাতের একজন। ওনার সুসময়-দুঃসময় দুটোর দেখেছি। সবসময় কাছে থেকেছি। প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ। নারী উদ্যোক্তা যাকে পুরস্কার দেওয়া হলো, ওনাকে আগে না চিনলেও আজকেও কথা হলো। আমার এলাকায় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ওনাকে ধন্যবাদ। আর আমাদের সবার শ্রদ্ধার পাত্র সৈয়দ মঞ্জুর এলাহীর হাতে আমি পুরস্কার তুলে দিতে পেরে নিজেকেই ভাগ্যবান মনে করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপক মো. মিয়ারুল হক।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে।

আরও পড়ুন

×