ইডটকো বাংলাদেশের ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, কােম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিথিরা -ফটাে রিলিজ
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের টাওয়ার অবকাঠামো শিল্পের নেতৃত্ব প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ সম্প্রতি এ দেশে কোম্পানির ১০ বছরের মাইলফলক উদযাপন করেছে। গত এক দশকে কোম্পানিটি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে, বিশেষ করে সারাদেশে সুবিধাবঞ্চিত অঞ্চলে টেলিযোগাযোগ সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১০ বছরের যাত্রায় মালয়েশিয়াভিত্তিক ইডটকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ এ দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে কার্যকরী ও তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশে যাত্রার ১০ বছর পর প্রতিষ্ঠানটি ডিজিটাল এবং অভিনব নেটওয়ার্ক অবকাঠামো সেবা প্রদানের মাধ্যমে ইন্ডাস্ট্রির শীর্ষস্থান বজায় রেখে চলেছে এবং বর্তমানে দেশজুড়ে ৩৫টি আঞ্চলিক কার্যালয় স্থাপন ও মোট ১৮ হাজার টাওয়ারের সমন্বয়ে কোটি কোটি মানুষের কাছে নির্বিঘ্ন টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিচ্ছে।
এক দশকপূর্তি উদযাপন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, মালয়েশিয়ার হাইকমিশনার সিক হাজনাহ এমডি হাশিম, বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, ইডটকো বাংলাদেশের চেয়ারম্যান এবং ইডটকো গ্রুপের জিসিইও আদলান তাজুদিন, ইডটকো বাংলাদেশে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক প্রমুখ উপস্থিত ছিলেন।
মোস্তাফা জব্বার ইডটকো বাংলাদেশের অসাধারণ ১০ বছরের যাত্রায় আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে উদ্ভাবনের পাশাপাশি জাতিকে সংযুক্ত করার অনন্য মাইলফলক অর্জনে তারা অসামান্য ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, স্মার্ট বাংলাদেশের মেরুদণ্ড হতে যাচ্ছে কানেক্টিভিটি বা সংযুক্তি। ২০২৪ সালের মধ্যে প্রধান লক্ষ্য হবে দেশে ফাইভজি বাস্তবায়ন করা।