ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শেষ কর্মদিবসে বিদায়ী পরিকল্পনামন্ত্রী

উন্নয়ন অব্যাহত রাখতে আরও মেগা প্রকল্প প্রয়োজন: এম এ মান্নান

উন্নয়ন অব্যাহত রাখতে আরও মেগা প্রকল্প প্রয়োজন: এম এ মান্নান

এম এ মান্নান

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪ | ১২:৫২

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিতীয় এবং তৃতীয় পদ্মা সেতু নির্মাণসহ আরও মেগা প্রকল্পের কথা ভাবতে হবে নতুন সরকারকে। এছাড়া নির্ধারিত সময়ে প্রকল্পের মানসম্পন্ন বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকাকেন্দ্রিক উন্নয়ন ভাবনা থেকে সরে আসতে হবে। সংশ্লিষ্টরা প্রকল্প এলাকায় থাকলে কাজের গতি বাড়বে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এখন যে  স্থবিরতা সেটাও কাটিয়ে ওঠা সম্ভব হবে। জাতীয় এবং আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। 

পরিকল্পনা মন্ত্রণালয়ে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বিদায়ী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে শেষ অফিস করেন তিনি।  বিদায় নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে। 

প্রথমে অর্থ প্রতিমন্ত্রী এবং পরে পরিকল্পনামন্ত্রী হিসেবে গত ১০ বছর ধরে পরিকল্পনা কমিশন চত্বরে অফিস করেছেন তিনি। স্বজ্জন, সদালাপী হিসেবে হয়ে ওঠেন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আপনজন। সারা দেশের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে কাজ করেছেন স্বচ্ছতার সঙ্গে। ধারণা করা হচ্ছিল নতুন সরকারেও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন তিনি। 

বাদ পড়ার পেছনে কারণ হিসেবে এম এ মান্নান বলেন, অঞ্চলভিত্তিক হিসাব-নিকাশের কারণে হয়তো এমন হতে পারে। তবে বিদায় বেলায় তার কোন কষ্ট নেই। বরং পুরো দায়িত্বকাল উপভোগ করেছেন। তিনি বলেন, সুনামগঞ্জে তার নির্বাচনি প্রচার কাজে সাধারণ মানুষ বিশেষ করে নারীরা নানাভাবে সহযোগিতা করেছেন। নিজের ক্ষেত থেকে তরকারি ৫০০ টাকা, এক হাজার টাকা করে দিয়ে তারা প্রচারের খরচ চালিয়েছেন। তারা হয়তো কিছুটা কষ্ট পেয়েছেন।

এম এ মান্নান বলেন, ‘আমার কোনো কষ্ট নেই। কারণ মন্ত্রী না থাকলেও আমি তো সংসদে আছি। সংসদ সরকারের ওপরে। আমি দলের একজন কর্মী। আমি শেখ হাসিনার একজন কর্মী। দল যেখানে কাজে লাগাবে সেখানে কাজ করবো।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীর প্রয়োজনে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে বিদায়ী মন্ত্রী বলেন, ‘এই মন্ত্রণালয়ে নতুন এখানে নতুন যিনি আসবেন তিনি আমার সহকর্মী। আমার কোনো মতামত প্রয়োজন হলে তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি আমার সরকারের বাইরের কেউ নন।' নতুন মন্ত্রীকে আগাম অভিনন্দন জানান তিনি। 

গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিদায়ী মন্ত্রী। সন্ধ্যায় নতুন মন্ত্রিপরিষদের শপথের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বন্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।। পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। 

পরিকল্পনা মন্ত্রণালয় ও বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, বাংলাদেশের অনেক আর্থ-সামাজিক বিবর্তন হয়েছে। পরিকল্পনা কমিশনে প্রকল্প পাস ও তৈরি করা হয়। এখানে সব প্রকল্পই জনকল্যাণে হয়। সাধারণ মানুষও এখন পরিকল্পনা কমিশন চেনে। তারা একনেক কী তা জানে। গ্রামের মানুষ এখন উন্নয়নের সঙ্গে খুব পরিচিত। কোন অঞ্চলের জন্য কী প্রকল্প পাস হয় তা সবাই জানতে চায়।

পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজের পরিবেশ প্রসঙ্গে এম এ মান্নান বলেন, চমৎকার পরিবেশ রয়েছে। একটাই চ্যালেঞ্জ সবার প্রত্যাশা অনেক বেশি থাকে। এখানেও নানা বিধিবিধান মেনেই কাজ করতে হয়। বাস্তবিক অর্থে এখানে প্রধানমন্ত্রীই প্রধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উন্নয়ন মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পেরেছেন। নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে এম এ মান্নান বলেন, চমৎকার মন্ত্রিসভা হয়েছে। প্রত্যেকেই কাজের মানুষ। 

আরও পড়ুন

×