ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৬ টাকার লেবু ঢাকায় কেন ২০ টাকা, খতিয়ে দেখছে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ টাকার লেবু ঢাকায় কেন ২০ টাকা, খতিয়ে দেখছে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

লেবু- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ২১:০৬ | আপডেট: ১২ মার্চ ২০২৪ | ২১:০৭

উৎপাদন পর্যায়ে ৬ টাকার লেবু ঢাকায় কেনো ২০ টাকা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) নেগোসিয়েশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি পণ্যের বিষয়গুলোগুলো দেখভাল করে কৃষি বিপণন বিভাগ দেখে। তারপরও উৎপাদন পর্যায়ের ৬ টাকার লেবু ঢাকায় কেনো ২০ টাকায় বিক্রি হয় তা খতিয়ে দেখা হচ্ছে। এ দাম বৃদ্ধির বিষয়টি শুধু বাড়তি পরিবহাণ ব্যয় নাকি অন্য কোনো কারণ রয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। সার্বিকভাবে সরবরাহ ব্যবস্থাটাকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে বিশেষ অনুরোধের ভিত্তিতে বাংলাদেশকে দেশটি ৫০ হাজার টন দিতে চেয়েছে বলে জনান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখন দাম নির্ধারণের পর্যায়ে রয়েছে। ভারত অন্যান্য দেশের জন্য পেঁয়াজ রপ্তানির ট্যারিফ ১ হাজার ২০০ ডলার নির্ধারণ করলেও বাংলাদেশের জন্য তা হবে ৮০০ ডলার। এ বিষয়টি চূড়ান্ত হলেই দুই–একদিনের মধ্যেই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। সরকার টু সরকার পদ্ধতিতে বা বেসরকারি খাতের আমদানিকারকদের মাধ্যমে এসব পেঁয়াজ আমদানি করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে। যত দ্রুত সম্ভব দ্রব্যমূল্য ক্রয় সক্ষতার মধ্যে এনে বাজারে যাতে স্বস্তি ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×