পদ্মা ব্যাংক ছেড়ে এনআরবিতে যাচ্ছেন তারেক রিয়াজ

তারেক রিয়াজ খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১২:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ১২:৫৯
শরীয়াহ ভিত্তিক পরিচালিত এক্সিমের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। শিগগিরই তিনি এনআরবি ব্যাংকের এমডি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। গত ফেব্রুয়ারিতে মামুন মাহমুদ শাহ পদত্যাগের পর থেকে এনআরবি ব্যাংক ভারপ্রাপ্ত এমডি নিয়ে চলছে।
তারেক রিয়াজ খান ২০২২ সালের মার্চে পদ্মা ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ছিলেন। পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় এর আগে গতবছরের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে পরে আবার ব্যাংকে ফেরেন। এখন একীভূত হতে যাওয়া কোনো দূর্বল ব্যাংকের এমডি, ডিএমডি বিদ্যমান চাকরিতে থাকতে পারবেন না। এরকম অবস্থায় তিনি আবার পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় কয়েকটি দূর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ চলমান আছে। এ উদ্যোগের প্রথম ধাপ হিসেবে এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক মিলিয়ে দেওয়া হচ্ছে। ব্যাংক দু'টির মধ্যে সমঝোতা স্মরক সইয়ের পর এরই মধ্যে সম্পদ মূল্যায়নে বহিঃনিরীক্ষ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া সোনালীর ব্যাংকের সঙ্গে বিডিবিএল, বাংলাদেশ কৃষির সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন, সিটির সঙ্গে বেসিক এবং ইউসিবির সঙ্গে ন্যাশনাল একীভূত হতে বলা হয়েছে। আরও কয়েকটি ব্যাংক আলোচনায় থাকলেও আপাতত নতুন কোনো ব্যাংকের আবেদন না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- বিষয় :
- ব্যাংক
- ফারমার্স ব্যাংক
- পদ্মা ব্যাংক