দেশে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১৬:১৯ | আপডেট: ০৯ মে ২০২৪ | ১৫:৫০
ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি 'ক্রলিংপেগ' চালু করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। এর সঙ্গে ১ টাকা যোগ ও ১ টাকা বিয়োগ করতে পারবে ব্যাংকগুলো। এর মানে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা। এতোদিন ডলার বিক্রির আনুষ্ঠানিক দর ছিল ১১০ টাকা। আর ব্যাংকগুলো কিনতো ১০৯ টাকা ৫০ পয়সায়।
বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে এখন ডলারের দর বাড়বে। এতোদিন ১১৫ থেকে ১১৬ টাকায় ডলার বেচাকেনা হচ্ছিল।
ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের দাম খুব বেশি বাড়তে পারবে না আবার কমতেও পারবে না। বাংলাদেশ ব্যাংক উচ্চসীমা ও নিম্নসীমা নির্ধারণ না করে একটি মধ্যবর্তী সীমা নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলো এই সীমার আশপাশের দরে লেনদেন করবে। চলতি বছরের মার্চে ক্রলিং পেগ পদ্ধতি চালু করার ঘোষণা দিলেও মে মাসে এসে এই পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক।
- বিষয় :
- ডলার
- ডলারের দর
- বাংলাদেশ ব্যাংক