বাজেট ২০২৪-২৫
শেয়ারবাজারে ৫০ লাখ টাকার বেশি মুনাফায় ১৫ শতাংশ কর

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ১৫:৫০ | আপডেট: ০৫ জুন ২০২৪ | ১৭:২৪
গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। শেয়ারবাজার থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফার ওপর সংশ্লিষ্ট বিনিয়োগকারীকে ২০২৪-২৫ অর্থবছর থেকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে যে এমন করারোপ হতে পারে, গত এক মাসেরও বেশি সময় ধরে শেয়ারবাজারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ড কেনাবেচায় ৪০ লাখ টাকার বেশি মুনাফার ওপর কর আরোপ হবে বলে গুঞ্জন ছিল।
গত কয়েক সপ্তাহ ধরে শেয়ারবাজারে অব্যাহতভাবে দরপতন চলছে। এ দরপতনের জন্য ওই কর আরোপ হতে পারে বলে মনে করেন বিনিয়োগকারী ও শেয়ারবাজার সংশ্লিষ্টরা।
আজ বুধবারও শেয়ারবাজারে দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৪৭টিই দর হারিয়েছে। বিপরীতে বেড়েছে ৯৮টির দর, অপরবর্তিত রয়েছে বাকি ৫২টির।
এদিন অধিকাংশ শেয়ারের দর কমায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট হারিয়ে ৫২২৪ পয়েন্টে নেমেছে। একইসঙ্গে শেয়ার কেনাবেচার পরিমাণ মঙ্গলবারের তুলনায় ২১১ কোটি ৬৯ লাখ টাকা কমে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকায় নেমেছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমন কর যাতে আরোপ না করা হয়, সেজন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সংবাদ সম্মেলন করে সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, রাজস্ব আয় বাড়াতে সরকারকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তাই শেয়ারবাজার সংশ্লিষ্টদের অনুরোধ সরকার রাখতে পারছে না। তবে বিনিয়োগকারীদের উদ্বেগ বিবেচনায় নিয়ে ৪০ লাখ টাকার স্থলে ৫০ টাকার বেশি মূলধনী মুনাফার ওপর কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাজেট প্রস্তাবে থাকছে।
- বিষয় :
- শেয়ারবাজার
- মুনাফা
- বাজেট
- বাজেট ২০২৪-২৫