৬.৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী
বাজেট সম্পর্কে ড. আতিউর

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৪ | ২০:৫৬
আগামী অর্থবছরের বাজেটে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বাজেট নিয়ে শুক্রবার রাজধানীর বাংলামটরে উন্নয়ন সমন্বয় আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, প্রায় দেড় বছর ধরে মুদ্রাস্ফীতি ৯ শতাংশের বেশি। গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের বেশি। এই বাস্তবতায় মূল্যস্ফীতির হার সাড়ে ৩ শতাংশের মতো কমিয়ে সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা সহজ হবে না। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য বাজেট ঘাটতি আরও কমিয়ে ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ কমানোর কোনো বিকল্প নেই।
ড. আতিউর বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দে আরও উদার হওয়া যেত। সামাজিক সুরক্ষায় বাজেটের ১৭.০৬ শতাংশ বরাদ্দ হয়েছে। চলতি বছর ছিল ১৬.৫৮ শতাংশ। এর পুরোটাই বিপন্ন মানুষের জন্য নয়। কর্মকর্তাদের পেনশন, সঞ্চয় পত্রের সুদ, বিভিন্ন বৃত্তির বরাদ্দও এখানে আছে। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে প্রান্তিক নাগরিকদের সুরক্ষায় এ অনুপাত বাড়ানো যেত। অন্যদিকে, জনগণকেই মোট স্বাস্থ্য ব্যয়ের ৬৯ শতাংশ বহন করতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়নের দক্ষতার অভাবের বিবেচনায় হয়তো বরাদ্দের অনুপাত বাড়ানো হয়নি।
তিনি বলেন, ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন খুবই চ্যালেঞ্জিং হবে।
- বিষয় :
- ড. আতিউর রহমান
- বাজেট ২০২৪-২৫