খুবই কাঁচা প্রশ্ন, লেখাপড়া একটু করতে হবে

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ১২:৩৭ | আপডেট: ০৮ জুন ২০২৪ | ১২:৪৭
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ‘খুবই দুঃখিত ও নিরাশ’ হয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যেসব প্রশ্ন করা হয়েছে, তার বেশির ভাগ ‘খুবই ইমম্যাচিউর’ বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘একটু লেখাপড়া করে আসবেন।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বেশ কিছু প্রশ্নকেই মাহমুদ আলী ‘অতি সরল’ বলেও আখ্যা দেন। একাধিক প্রশ্নের জবাব দেননি। একটি প্রশ্নে বলেন, এটি ‘জবাব দেওয়ার অযোগ্য’।
তিনি বলেন, ‘তো যাক, দুই-একজন ভালো প্রশ্ন করেছেন। তবু আমি সবাইকে ধন্যবাদ দেব। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিউরড হওয়া দরকার। লেখাপড়াটা একটু করতে হবে। এটা দয়া করে করবেন।’
প্রশ্নোত্তর পর্বের শুরুর দিকে বেসরকারি একটি টেলিভিশনের এক সাংবাদিক প্রশ্ন করেন, গত তিন বছরে দেশের মুদ্রার মানের পতন হয়েছে ৩৭ শতাংশ। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের হিসাবে খাদ্যে মূল্যস্ফীতি ১৫ শতাংশ। এভাবে কোটি কোটি মানুষ দরিদ্র হয়েছেন, ছোট হয়েছেন। বাজেটের আকার ছোট হওয়ায় প্রত্যেক মানুষের মধ্যে এর প্রভাব পড়ছে কিনা। এই ছোটকে কবে বড় করতে পারবেন অর্থমন্ত্রী? মাহমুদ আলী এতে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আমি একটু ম্যাচিউরড প্রশ্ন আশা করেছিলাম।’