ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইমামী বাংলাদেশের ঈদ উপহার উৎসব অনুষ্ঠিত

ইমামী বাংলাদেশের ঈদ উপহার উৎসব অনুষ্ঠিত

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১৯:৩৮

ইমামী বাংলাদেশ লিমিটেডের ‘ইমামী ঈদ উপহার উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ উৎসব অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইমামী বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড অরূপ কুমার গাঙ্গুলি এবং সেলস হেড হাসান মাহমুদ। সম্মেলনে কোম্পানির হেড অব মার্কেটিংসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমামী বাংলাদেশ লিমিটেড শুরু থেকেই আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ও গুনগতমান সম্পন্ন পণ্য বাজারজাতকরণের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি নিশ্চিত করে আসছে। 

ইমামী বাংলাদেশের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ৭ অয়েলস ইন ওয়ান হেয়ার অয়েল, ৭ অয়েলস ইন ওয়ান শ্যাম্পু, নবরত্ন হেয়ার অয়েল, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম ও ফেসওয়াশ, ঝান্ডু বাম, হিমানী ফাস্ট রিলিফ ও বোরোপ্লাস লোশন। সম্প্রতি নতুন আরেকটি তেলের ব্র্যান্ড বাজারজাত করেছে ‘ইমামী গোল্ড’। 

ইমামী বাংলাদেশ লিমিটেডের পণ্যগুলো সারা দেশে পৌঁছে দিতে যারা সহযোগিতা করছেন সে বিক্রয় সহযোদ্ধাদের নিয়েই ‘ইমামী ঈদ উপহার উৎসব’ ২০২৪ প্রোগ্রামের আয়োজন হয়ে গেল। অনুষ্ঠানে অরূপ কুমার গাঙ্গুলী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিক্রয় নেটওয়ার্ক আরো সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেন এবং বিশেষ ধন্যবাদ প্রদান করেন। হাসান মাহমুদ প্রতিনিধিদের জন্য উৎসাহমূলক বক্তব্য রাখেন। 

প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। প্রথম পুরস্কার গাড়ি জিতেছেন শহীদুল ইসলাম, মেসার্স জাকির ট্রেডার্স, চকবাজার থেকে। এছাড়া অন্যান্যরা পেয়েছেন মোটরবাইক, ফ্রিজ ও আইফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার। 

সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে ‘ইমামী ঈদ উৎসব - ২০২৪’ অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×