বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে

মতবিনিময় সভায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ২১:০৭
এখন থেকে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স’ অ্যাসোসিয়েশনের (বিপ্পা) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে। তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।
উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিশেষ আইনের অধীনে চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বিএআরসি আইনের ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করা হয়েছে। প্রয়োজনে আইন দুটো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন বা বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় বিপ্পা নেতারা বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা তাদের অনুরোধ আন্তরিকতার সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিপ্পার সাবেক চেয়ারম্যান ইমরান করিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল হালিম প্রমুখ।
- বিষয় :
- বিদ্যুৎ ও জ্বালানি