সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ০৩:১৫
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তাঁর স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য, সাবেক এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এবং তার স্ত্রী রোজিনা ওয়াহেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। রোববার এ নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে তাদের সন্তান, মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তাও ফ্রিজ করতে বলা হয়েছে।
এছাড়া অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
- বিষয় :
- ব্যাংক
- অ্যাকাউন্ট ফ্রিজ