শুরু হচ্ছে তরুণদের জন্য ইউনিলিভারের ব্যবসা প্রতিযোগতা

.
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ১২:২১
তরুণদের ‘বাস্তব ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা’ দিতে আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে ইউনিলিভার বাংলাদেশের ব্যবসা বিষয়ক শীর্ষ প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোজ’ এর ১৫ তম সংস্করণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা বৃদ্ধিতে ‘বিজমায়েস্ট্রোজ’ প্রতিযোগিতায় এ বছর তরুণদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের পরিবর্তিত চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া যোগ্যতার মাপকাঠিতে সদ্য স্নাতক পেরোনো শিক্ষার্থীদের পাশাপাশি দুই বছরের কর্ম অভিজ্ঞতাসম্পন্ন পেশাদারদের রাখা হয়েছে। ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের ক্যাম্পেইনের থিম ‘পাওয়ার অব ইউ’ এবং প্রতিযোগিতার লক্ষ্য বৈশ্বিক কোম্পানি ইউনিলিভারের বৈচিত্র্যময় ব্র্যান্ড, বিভিন্ন শ্রেণির ভোক্তা ও মেধাবীদের সঙ্গে অংশগ্রহণকারীদের কাজের সুযোগ করে দেয়া। ইউনিলিভার প্রতিষ্ঠানটির সর্বাধুনিক ডিজিটাল ও প্রযুক্তিভিত্তিক সেবার ব্যবহার এবং সাসটেইনাবিলিটি কার্যক্রম সম্পর্কে মেধাবীদের অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। এ বছর মূল কার্যক্রম বুটক্যাম্প ট্রেনিং, মেন্টরশিপ, বিভিন্ন ব্যবসা-ভিত্তিক বাস্তব অভিজ্ঞতা গ্রহণ এবং দ্রুততম সময়ে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিজমায়েস্ট্রোজ। এ প্রতিযোগিতার বিজয়ীরা ইউনিলিভার ফিউচার লিডার’স লিগ এর আন্তর্জাতিক রাউন্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সৈয়দা দুরদানা কবির বলেন, ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে ইউনিলিভার বাংলাদেশ কয়েক দশক ধরে ভূমিকা রেখে আসছে।
বিজমায়েস্ট্রোজ-ইউএফএলপি প্রতিযোগীতার ১৫তম সংস্করণের আবেদন প্রক্রিয়া শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিকভাবে অনলাইনে একটি মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে সশরীরে ঢাকার করপোরেট অফিসে একটি সেশনের আয়োজন থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের একটি অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, নির্দেশনা সহকারে সেই লিংকটি পাওয়া যাবে ফেসবুকে ইউনিলিভার ক্যারিয়ারস (বিডি) পেজে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্র্যান্ড গালা ইভেন্টের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
- বিষয় :
- বিজমায়েস্ট্রোজ
- ইউনিলিভার