আলোচনায় সেলিম রায়হান
সঠিক সংস্কার না হলে মারাত্মক সমস্যা হবে

ড. সেলিম রায়হান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১১:২৭
গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ও অর্থনীতির ওপর সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. সেলিম রায়হান বলেছেন, সঠিক সংস্কারমূলক পদক্ষেপ না নিলে আমাদের মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
গতকাল বুধবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং একশনএইড বাংলাদেশ আয়োজিত ঢাকার হোটেল ওয়েস্টিনে ‘ন্যায়সংগত, সহনশীল ও টেকসই বাংলাদেশ গঠনে যুবশক্তির ক্ষমতায়ন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম রায়হান আরও বলেন, ‘আমরা এমন অনেক দেশ দেখেছি, যেখানে সুযোগের দরজা বন্ধ হয়ে গেছে এবং তারা মধ্যম আয়ের ফাঁদে আটকে আছে। শ্বেতপত্রে আমরা বলেছি, বাংলাদেশ এখন ঝুঁকিতে নেই, বরং ইতোমধ্যেই এ ফাঁদে পড়ে গেছে।’
আলোচনায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মকসুদ জাহেদী। সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। সানেমের গবেষণা সহযোগী ইকরামুল হাসান গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, যুবকদের বেকারত্ব জাতীয় গড়ের প্রায় তিন গুণ। এর মূল কারণ অপর্যাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, সেকেলে পাঠ্যক্রম এবং শ্রমবাজারের দক্ষতার চাহিদার সঙ্গে অসংগতির মতো কাঠামোগত সমস্যা। ফলে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে। বিবিএসের শ্রমশক্তি জরিপে যুবকর্মসংস্থানে গ্রামীণ নারীদের যে অগ্রগতির কথা বলা হয়েছে, তা যে মূলত বিনা মজুরিভিত্তিক এবং পারিবারিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অস্থিরতা যুবকদের সুযোগ সীমিত করে তুলছে এবং ডিজিটাল বিভাজন ও অকার্যকর উদ্যোগ টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তারপরও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি যুবকদের মধ্যে একদিকে যেমন আশার সঞ্চার করেছে, একই সঙ্গে কিছু অনিশ্চয়তা তৈরি করেছে।
- বিষয় :
- শ্বেতপত্র