ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের জন্য সুখবর

বায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের জন্য সুখবর

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৩

অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে যেসব করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়, এ ধরনের করদাতারা দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন), জাতীয় রাজস্ব বোর্ডের  ৭১৭ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন করে সাপ্তাহিক অফিস চলাকালীন ই-রিটার্নে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী প্রায় ১০ লাখ করদাতাসহ সব করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে।
 

আরও পড়ুন

×