চতুর্থবারের মতো সংশোধন হচ্ছে মেরিটাইম প্রকল্প

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ০১:২৭
বাস্তবায়ন অগ্রগতি ধীর– এমন প্রকল্পে সময় বাড়ানোর সুযোগ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে অন্তর্বর্তী সরকারের। এ নীতির বিপরীতে চতুর্থবারের মতো একটি প্রকল্প সংশোধনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। স্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেইফটি সিস্টেম (ইজিআইএমএনএস) নামের এ প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উত্থাপন করা হচ্ছে। আজ বুধবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে– ঢাকা, কক্সবাজার, হাতিয়া, ভোলা, কুয়াকাটা ও বাগেরহাটে লাইট হাউস নির্মাণ, কোস্টাল রেডিও স্টেশন স্থাপনসহ আরও কিছু উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে নৌ পরিবহন অধিদপ্তর। ২০১৪ সালে প্রকল্পটি অনুমোদন দেয় একনেক। ২০২৬ সালে এর কাজ শেষ হওয়ার কথা ছিল। তখন ব্যয় ধরা হয় ৩৯২ কোটি টাকা। সময় মতো কাজ শেষ না হওয়ায় প্রথম সংশোধনে সময় বাড়ানো হয় ২০১৯ সাল পর্যন্ত। ব্যয় বাড়িয়ে করা হয় ৪৫৬ কোটি টাকা। এরপর দ্বিতীয় এবং তৃতীয় সংশোধন শেষে ব্যয় ঠেকে ৮১৯ কোটি টাকায়। এতে কাজ শেষ হয়নি। নতুন করে চতুর্থ সংশোধনী এনে ব্যয় ধরা হচ্ছে ৯৩৩ কোটি টাকা। সময় বাড়ানো হচ্ছে চলতি বছরের জুন পর্যন্ত। নতুন করে সংশোধনের কারণ হিসেবে প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় বাড়ানাের কথা বলা হয়েছে।
সূত্রে জানা গেছে, এটিসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্প আজকের একনেকে উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের মোট খরচ ধরা হচ্ছে ৪ হাজার ৪০১ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ৩ হাজার ৯০৬ কোটি টাকা। বিদেশি ঋণ ৮৭ কোটি টাকা। এ ছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৯ কোটি টাকা।
অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে– চট্টগ্রাম কর ভবন নির্মাণ, মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত), নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত), ডাল ও তেল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ (দ্বিতীয় পর্যায়), সিলেট বিভাগে ভূউপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন (দ্বিতীয় সংশোধিত) এবং বুড্ডিস্ট মোনেস্টারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
- বিষয় :
- একনেক