বরিশালে বায়োজিনের নতুন শাখা, উদ্বোধন উপলক্ষে ছাড়

ছবি: সৌজন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:৫০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:০১
ত্বক ও চুলের যেকোনো সমস্যার নির্ভরযোগ্য সমাধান দিতে বরিশাল শহরে বায়োজিনের নতুন শাখা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল শহরের এল এল টাওয়ারের লেভেল ৪-এ বায়োজিনের ১৭তম শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে অফারের আওতায় সব স্কিনকেয়ার ট্রিটমেন্টে ৫০ শতাংশ ছাড়, অথেনটিক ডার্মো কসমেটিকসে ৩০ শতাংশ ছাড় এবং ফ্রি ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং পাওয়া যাবে।
বরিশাল শাখায় অথেনটিক ডার্মো কসমেটিকস, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, চুল পড়া ও স্ক্যাল্পের সমস্যার জন্য সায়েন্টিফিক হেয়ার ট্রিটমেন্ট, এক্সপার্ট ডাক্তারের পরামর্শে পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার প্ল্যান, নিরাপদ ও কার্যকরী বিউটি সাপ্লিমেন্টস এবং স্মার্ট লাইফস্টাইল প্রডাক্টস পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি