ঈদের আগে ৮০ শাখা থেকে মিলবে নতুন নোট

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৫৭
আসন্ন ঈদের আগে নতুন নোট বিনিময়ের সুযোগ মিলবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ঈদের আগে ঢাকার ৮০টি শাখায় বিশেষ কাউন্টার থেকে নোট বিনিময় করা যাবে। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় সেবা মিলবে। বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ব্যক্তি একবার ৫, ২০ ও ৫০ টাকার একটি করে বান্ডিল নিতে পারবেন। যার মূল্যমান সাড়ে ৭ হাজার টাকা। ব্যাংকিং সময়সূচি অনুযায়ী এ নোট দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক বেশ আগ থেকে ঈদের আগে নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে। শুরুর দিকে কেবল বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন অফিসে নতুন নোট বিনিময় করার সুযোগ ছিল। যানজট ঠেলে নতুন নোট নিতে ভিড় লেগে যেত। পরবর্তীতে ঢাকার বিভিন্ন অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নোট বিনিময় ব্যবস্থা শুরু হয়।
যেসব শাখায় মিলবে নতুন নোট
- বিষয় :
- টাকা
- নতুন নোট
- বাংলাদেশ ব্যাংক