সুপারশপে কেনাকাটায় অতিরিক্ত ভ্যাট দিতে হবে না

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫:১৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:৪১
সুপারশপে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। পণ্যের মধ্যে ভ্যাট থাকবে। এমআরপি মূল্যে ভোক্তারা পণ্য কিনতে পারবেন। এতে সুপারশপ মালিকরা রেয়াত নিতে পারবেন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।
এতদিন সুপারশপে কেনাকাটায় বিভিন্ন হারে ভ্যাট আরোপ করা হতো। কখনো ১ দশমিক ৫ শতাংশ, কখনো ২ শতাংশ, আবার কখনো ৫ শতাংশ। সর্বশেষ বাজেটে সুপারশপের কেনাকাটায় ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়। এ বিষয়ে কিছুদিন ধরে আপত্তি এবং এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছেন চেইন সুপারশপের মালিকরা।
গত ৯ জানুয়ারি এনবিআরের মূসক আইন ও বিধি শাখার এক নির্দেশনায় বলা হয়েছিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুসারে ব্যবসায়ী পর্যায়ের ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। সুপারশপগুলোর ক্ষেত্রেও এ হার প্রযোজ্য হবে।
এরপর এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভ্যাটের হার কমানো নিয়ে আলোচনা করেন সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এবং সুপার মার্কেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্দেশনায় বলা হয়, ‘সুপারশপ প্রতিষ্ঠানগুলো যেহেতু, বিভিন্ন ধরনের পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয় করে (উৎপাদন ব্যতীত) সরবরাহ করে থাকে, সেহেতু সুপারশপগুলো সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অন্যান্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্রে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা (মূসক-৪.৩) দাখিল করতে হবে না।’