ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৭ বছরে পদার্পণ করল বিউটি ই-কমার্স চারদিকে

৭ বছরে পদার্পণ করল বিউটি ই-কমার্স চারদিকে

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ১৯:২৮

সাফল্যের ৭ বছরে পদার্পণ করল দেশের বিউটি ই-কমার্স প্রতিষ্ঠান চারদিকে। ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার রাজধানীর হাতিরপুলের প্রতিষ্ঠানট্টির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চারদিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সরওয়ার কামাল কেক কাটেন। এতে প্রতিষ্ঠানটির সকল স্তরের কর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

এসময় অন্যান্যদের মধ্যে চারদিকের চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) আল জাবের ফয়সাল, জেনারেল ম্যানেজার সৌমেন দেব বর্মন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম উপস্থিত ছিলেন।

এসময় সরওয়ার কামাল বলেন, বাংলাদেশে এখনো ইমপোর্টেড কসমেটিকসের উপর নির্ভর করতে হয়। ই-কমার্সের পাশাপাশি চারদিকে আগামী বছরের মধ্যে নিজস্ব ব্র্যান্ডগুলোকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যেতে চায়। সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্য এবং এশিয়ান মার্কেটে বাংলাদেশি ব্র্যান্ডকে প্রমোট করার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মাত্র ৩ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে চারদিকে। বর্তমানে যা দেড়শ কর্মীর ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০২০ সাল থেকে দক্ষিণ কোরিয়ার কসমেটিকস ব্র্যান্ড স্কিনফুড এবং জিফোর্সের একমাত্র পরিবেশক হিসেবে প্রসাধনীসামগ্রী বাংলাদেশে বাজারজাত করছে চারদিকে। পাশাপাশি ২০২৪ সালে নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো এবং ইনসেই-এর বাজারজাত শুরু করেছে চারদিকে। সম্পূর্ণ নিজস্ব এবং দেশীয় স্কিন কেয়ার ব্র্যান্ড স্কিনো এবং ইনসেই ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে শক্ত জায়গা তৈরি করেছে।

আরও পড়ুন

×