ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গণস্বাস্থ্য কেন্দ্রের রোগীদের চিকিৎসায় ৫০ লাখ টাকার অনুদান দিল শাহ্জালাল ব্যাংক

গণস্বাস্থ্য কেন্দ্রের রোগীদের চিকিৎসায় ৫০ লাখ টাকার অনুদান দিল শাহ্জালাল ব্যাংক

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২৩:০৬

সমাজের সুবিধাবঞ্চিত গরীব ও অসহায় মানুষদের স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান দেওয়া হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. মুহিব উল্লাহ খোন্দকারের নিকট ওই অনুদানের চেক প্রদান করেন।

চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. আমজাদ হোসেন, ব্যাংকের এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর) এবং জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×