পিপিপিতে বরাদ্দ বেড়ে ৫০৪০ কোটি টাকা

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ২৩:১৩ | আপডেট: ০২ জুন ২০২৫ | ২৩:২৬
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাস্তবায়নের উদ্যোগ আরও জোরদার করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে আগামী ২০২৫–২৬ অর্থবছরে পিপিপি তহবিলে বরাদ্দ বাড়িয়ে ৫ হাজার ৪০ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীদের দ্রুত ও সহজে সেবা দিতে বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে ৪৩টি সংস্থার ১৩৪টি সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতায় চালু করা হয়েছে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (বিএসডাব্লিউ)’। এর মাধ্যমে একটি প্ল্যাটফর্মে আবেদন, প্রক্রিয়াকরণ ও সেবা গ্রহণ করা যাচ্ছে।
বৈদেশিক বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের একটি ‘ইনভেস্টমেন্ট পাইপলাইন’ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে প্রতিশ্রুত বিনিয়োগগুলোকে কার্যকর বিনিয়োগে পরিণত করার প্রক্রিয়া সহজ হবে।
এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাস্তবায়নের উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। এ লক্ষ্যে আগামী অর্থবছরে পিপিপি তহবিলে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের অর্থনীতিকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে হলে বেসরকারি খাতকে সামনে রেখে কাঠামোগত সংস্কার এবং বিনিয়োগ সহায়ক নীতিনির্ধারণ অপরিহার্য।’
- বিষয় :
- বাজেট
- অর্থ উপদেষ্টা
- বিনিয়োগ