ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিনিয়োগ সম্প্রসারণের নির্দেশনা নেই

বিনিয়োগ সম্প্রসারণের নির্দেশনা নেই

তাসকীন আহমেদ, ডিসিসিআই সভাপতি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০০:২৩ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ০৯:৪৩

বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসার পরিবেশ উন্নয়ন, সিএমএসএমই এবং ব্যাংকিং খাত সংস্কারে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। ফলে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে প্রস্তাবিত বাজেট ততটা আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। গতকাল সোমবার প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যূনতম করের সমন্বয়, বিভিন্ন ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনের আওতা বাড়ানো, করজাল সম্প্রসারণ এবং অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালুর মতো ইতিবাচক পদক্ষেপ আছে। কিন্তু বিনিয়োগ সম্প্রসারণ, সহজে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন, সিএমএসএমই এবং ব্যাংকিং খাত সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। ফলে এটি সার্বিক ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে ততটা সহায়ক নয়।

ইন্টারনেট ব্যবহারে খরচ কমলেও স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট বাড়ানোয় এ শিল্পের বিকাশ ব্যাহত হবে। অটোমোবাইল খাতে খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করায় এ খাতের স্থানীয় উৎপাদন ব্যয় বাড়বে। এ ছাড়া টার্নওভার কর শূন্য দশমিক ৬ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার সিদ্ধান্তকে পুনর্বিচেনার দাবি জানান তিনি। 

আরও পড়ুন

×