ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাজেট প্রতিক্রিয়া

এলপিজি সিলিন্ডারের ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি

এলপিজি সিলিন্ডারের ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি

ফাইল ছবি

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২২:১৭

সরকারের ২০২৫-২০২৬ এর প্রস্তাবিত বাজেটে সিলিন্ডারের ওপর ভ্যাট ৭.৫% থেকে ১০% পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করবে। এলপিজি অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বুধবার এ প্রতিক্রিয়া জানিয়েছে।

সমিতির সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে এবং সরকার ইতিমধ্যে গৃহস্থালি গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে লক্ষ লক্ষ পরিবারের জন্য এলপিজি একমাত্র কার্যকর বিকল্প জ্বালানি হিসেবে রয়ে গেছে। বর্তমানে বেসরকারি খাত প্রতিবছর ১৫ লক্ষ টনেরও বেশি এলপিজি আমদানি করে, যার ৯৭% রান্নার কাজে ব্যবহৃত হয়। এটি প্রতিদিন প্রায় ২ এমএমসিএফডি প্রাকৃতিক গ্যাসের সমতুল্য এবং দেশের প্রায় ৪০ লক্ষ পরিবারের চাহিদা পূরণ করে। এলপিজি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে জীবশ্ম জ্বালানির বিকল্প হিসবে বন উজাড় কমানো সম্ভব হয়েছে।

এতে বলা হয়, ভ্যাট বৃদ্ধির ফলে সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা স্বল্প আয়ের জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিরুৎসাহিত করবে। বর্তমানে ৪ কোটিরও বেশি সিলিন্ডার বাজারে ব্যবহৃত হচ্ছে এবং প্রতিবছর এ চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই প্রস্তাবিত কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জন্য এই গুরুত্বপূর্ণ জ্বালানির প্রাপ্যতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়বে। 

জাতীয় জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের কল্যাণের কথা বিবেচনা করে এই ভ্যাট বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছেন তারা।  

আরও পড়ুন

×