ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কিছু ব্যাংক একীভূত হবে, কর্মীদের আতঙ্কের কিছু নেই: গভর্নর

কিছু ব্যাংক একীভূত হবে, কর্মীদের আতঙ্কের কিছু নেই: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ২১:৪৯

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কিছু ব্যাংক একীভূত হবে। এতে কর্মীদের চিন্তার কোনো কারণ নেই। কেননা এক জায়গায় শাখা বন্ধ হবে। আরেক জায়গায় হয়তো শাখা খোলা হবে। ব্যাংক একীভূতকরণের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এ জন্য বাংলাদেশ ব্যাংকে আলাদা একটি বিভাগই খোলা হচ্ছে। যাদের কাজ হবে যদি কোনো ব্যাংক নিজেদের ধ্বংসের পথে নিয়ে যায় আগেই ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারিকরণের মাধ্যমে একীভূতকরণ বা অধিগ্রহণ করা হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগে একীভূতকরণ প্রক্রিয়া শেষ হবে কিনা এমন প্রশ্নে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক ও সরকার মিলে একীভূতকরণ করে থাকে। এ জন্য অর্থের দরকার হয়। তা সরকার দিয়ে থাকে। সরকার পরিবর্তন হবে। তবে আমরা আশা করব, তারাও এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হবে। এই প্রক্রিয়াকে তারা চলমান রাখবে। 

তিনি বলেন, একীভূতকরণের সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এটা একটা চলমান প্রক্রিয়া। অর্থনীতিকে সচল রাখতে হবে, ব্যাংক খাতকে শক্তিশালী রাখতে হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের যখন যেখানে হস্তক্ষেপ করা প্রয়োজন তা করবে। 

আরও পড়ুন

×