ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রিজার্ভ আবার ২১ বিলিয়ন ছাড়াল

রিজার্ভ আবার ২১ বিলিয়ন ছাড়াল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ২৩:৫০

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গতকাল রোববার রিজার্ভ উঠেছে ২১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। গত সপ্তাহে যা ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছিল। গত ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৮৮ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নামে ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। আর আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উৎস থেকে ঋণ পাচ্ছে সরকার। আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, এআইইবিসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে চলতি মাসে ৪ বিলিয়ন ডলারের মতো ঋণ পাচ্ছে সরকার। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
ঈদের কারণে চলতি মাসে টানা ১০ দিন বন্ধ ছিল। এর মধ্যেও ২১ জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় ১৯৯ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের জুন মাসের একই সময়ের তুলনায় যা প্রায় ৮ কোটি ডলার বা ৪ শতাংশ বেশি। আর অর্থবছরের এ পর্যন্ত এসেছে ২ হাজার ৯৫০ কোটি ডলার, যা ২৬ দশমিক ৬৭ শতাংশ বেশি।

আরও পড়ুন

×