ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

আজকের বৈঠকে এনবিআরের জটিলতা নিরসন হতে পারে: আব্দুর রহমান

আজকের বৈঠকে এনবিআরের জটিলতা নিরসন হতে পারে: আব্দুর রহমান

ইআরএফ কার্যালয়ে এক সেমিনারে বক্তব্যকালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৫:২৯ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১৫:৪৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলনের বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এনবিআর সংস্কার করা হয়েছে। এতে কিছু বিষয় নিয়ে কর্মকর্তাদের দ্বিমত রয়েছে। আজ বিকেল ৫টায় কর্মকর্তাদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক হবে। এই বৈঠকের মাধ্যমে বিদ্যমান জটিলতার নিরসন হবে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইয়ুথ পলিসি নেটওয়ার্ক আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, গতকাল পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে সংস্কার নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে রাজস্ব আদায়ে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। 

পরবর্তী প্রজন্মকে ঋণ পরিশোধের দায় দিতে চান না ইঙ্গিত করে আব্দুর রহমান খান বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমেছে। যাতে মানুষের উপর চাপ না পড়ে। বাজেটের আকার যতোটা ছোট করা হয়েছে, তাতে ধরে নিতে হবে রাষ্ট্র ততোটা সঞ্চয় করেছে, ততোটা ঋণের চাপ কমেছে। 

ভোক্তারা সব সময় কর ছাড়ের সুবিধা পায় না উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, গরীব মানুষের উপর চাপ বাড়ার কারণে বিস্কুটে ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসে ছাড় দেওয়া হয়েছে। তবে বাজেট করার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। এই বছর আর সম্ভব নয়। পরবর্তীতে হয়তো ভ্যাট কমানো হতে পারে।

এনবিআর কার্যক্রমে অটোমেশন আনা হচ্ছে উল্লেখ করে আব্দুর রহমান খান বলেন, গতকাল পর্যন্ত অনলাইন রিটার্ন ১৭ লাখ পার হয়েছে। গত বছর এটা ৫ লাখ ছিল৷ জুলাই থেকে আগামী অর্থবছরের অনলাইনে রিটার্ন দেওয়া যাবে। এছাড়া ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ও বন্ড ম্যানেজম্যান্ট সিস্টেম আধুনিক করা হয়েছে।

অনুষ্ঠানে ইয়ুথ পলিসি নেটওয়ার্কের পক্ষ থেকে দাবি করা হয়, পাউরুটি ও বিস্কুটসহ নিত্যপণ্যে যাতে ভ্যাট না থাকে সেই ব্যবস্থা নিতে হবে। কারণ তরুণ প্রজন্ম তথা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা পাউরুটি খেয়ে থাকে। 

আরও পড়ুন

×