ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কনকা নিয়ে এলো নতুন ৬ মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার

কনকা নিয়ে এলো নতুন ৬ মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০ | ০৯:৩৫

নতুন ও আধুনিকতার ছোঁয়ায় সাধ ও সাধ্যের অফুরন্ত সমন্বয়ে ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাজারে নিয়ে এসেছে বাংলাদেশে উৎপাদিত কনকা ব্র্যান্ডের আরো আকর্ষণীয় ও স্টাইলিশ ডিজাইনের রেফ্রিজারেটর ও ফ্রিজার। খুব অল্প সময়ের মধ্যে ইলেক্ট্রো মার্ট লিমিটেড তাদের পণ্যের তালিকায় বাংলাদেশে উৎপাদিত আরো ছয়টি নতুন মডেল (KRT180GB, KRT282GB, KRT282EGB, KRT282EIGB, KDF150GB, KDF250GB) ও আধুনিক ডিজাইনের রেফ্রিজারেটর ও ফ্রিজার সংযোজন করেছে।

বিশ্বের সর্বাধুনিক (ইউরোপিয়ান) প্রযুক্তিতে স্থাপিত গণচীনের কারিগরি সহায়তায় এই সকল রেফ্রিজারেটর ও ফ্রিজার তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ মান সম্মত ফুড গ্রেড ম্যাটেরিয়াল। যা খাবারের মানকে শতভাগ রক্ষা করে। দেশ-বিদেশের দক্ষ প্রকৌশলীদের অক্লান্ত প্রচেষ্টায় সম্পূর্ণরুপে পরিবেশবান্ধব কাঁচামালের ব্যবহার নিশ্চিত করে একটি আর্ন্তজাতিক মানের আর আন্ড ডি সেন্টারের মাধ্যমে পণ্যের শতভাগ গুণমান নিশ্চিত করা হয়।

বাংলাদেশে একমাত্র এই প্রতিষ্ঠানের উৎপাদিত প্রতিটি পণ্যেরই (*****) ফাইভ স্টার রেটিং। নতুন পণ্যে যে সকল বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে তা হলো-

১. বাহির থেকে টেম্পারেচার কন্ট্রোল ডিসপ্লে (ওটিসিডি)।

২. ইনভার্টার টেকনোলজি অ্যান্ড স্টাইলিশ ডিজাইন।

৩. রেফ্রিজারেটর ও ফ্রিজারের অভ্যন্তরে স্বয়ংক্রিয়ভাবে বাতাসের আর্দ্রতা ও শীতলতা সমন্বয়ের ব্যবস্থা।

৪. ডিজিটাল কন্ট্রোল মিটারের মাধ্যমে ক্রেতা ফ্রিজারটিকে রেফ্রিজারেটর হিসেবেও ব্যবহার করতে পারবেন।

৫. অ্যাকটিভ কার্বন ডিউডোরাইসার ডিভাইস থাকায় খাবার দীর্ঘদিন থাকে সম্পূর্ণ ফ্রেশ ও দুগন্ধমুক্ত।

৬. আর্ন্তজাতিকভাবে স্বীকৃত ফাইভ স্টার এনার্জি সেভিংস সিস্টেম ব্যবহারের কারণে এই রেফ্রিজারেটর সর্বোচ্চ ৭১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে সক্ষম।

৭. এলএডি ডিসপ্লে মডিউলে অ্যান্ড এলএডি লাইট।

৮. ডোর ওপেন অ্যালার্ম ফাংশন।

৯. আর্ন্তজাতিকভাবে স্বীকৃত পরিবেশবান্ধব আর৬০০অ্যা গ্যাস।

১০. কনকা ফ্রিজারে রয়েছে স্লো মোড (স্লো মোড) ডোর ক্লোজ সিস্টেম।

১১. এ ছাড়াও কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজারে গ্রাহকদের জন্য রয়েছে দশ বছরের কম্প্রেসর গ্যারান্টি ও পাঁচ বছরের জন্য বিক্রয়োত্তর সেবা। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×