লা মেরিডিয়ান ঢাকার পাঁচ বছরপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ | ০৯:২৮
লা মেরিডিয়ান ঢাকা সম্প্রতি তাদের যাত্রার পাঁচ বছরপূর্তি উদযাপন করেছে। অতিথিদের আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদান ও বাংলাদেশের হসিপিটালিটি খাতে নতুন মাত্রা যোগ করার প্রত্যয়ে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় লা মেরিডিয়ান ঢাকা যাত্রা করে।
এরপর থেকে লা মেরিডিয়ান অতিথিদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করে, যার মাধ্যমে হোটেলটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় হোটেল হিসেবে অবস্থান করে নিয়েছে। এ সময়ে, হোটেলটি অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। পুস্কারগুলোর মধ্যে রয়েছে, ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল লিডারশিপ অ্যাওয়ার্ড- ২০১৭ এ বাংলাদেশে বছরের 'বেস্ট বিজনেস হোটেল' এর পুরস্কার, ওয়ার্ল্ড এম.আই.সি.ই অ্যাওয়ার্ড-এ বাংলাদেশের 'বেস্ট এমআইসি হোটেল ২০২০' পুরস্কার, গ্লোবাল হোটেল সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন; ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ২০১৬ এর বিজয়ী, উদ্ভাবনী ডিজাইন ও লাক্সারি ফ্যাসিলিটির বিজনেস হোটেল- সাউথ এশিয়া ২০১৬ পুরস্কার।
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে লা মেরিডিয়ান ঢাকা টানা চার বছর (২০১৭ থেকে ২০২০) বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেলের পুরস্কার জিতেছে। এছাড়া, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড ২০১৯ এবং ২০২০-এ লা মেরিডিয়ান ঢাকা বেস্ট প্রেসিডেন্সিয়াল স্যুইট পুরস্কার পায়। পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে উন্নতমানের সেবা প্রদানের মাধ্যমে অতিথিদের স্মরণীয় সব মুহূর্ত তৈরি করে লা মেরিডিয়ান ঢাকা অতিথিদের মাঝে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
আন্তর্জাতিক মানের বিলাসবহুল সেবা প্রদানে পাঁচ বছর ধরে হোটেলটির পথচলায় সঙ্গী হিসেবে থাকা অতিথিদের জন্য চলতি মাস ও নতুন বছর উপলক্ষে ( থার্টি ফার্স্ট) দুর্দান্ত অফার নিয়ে এসেছে লা মেরিডিয়ান ঢাকা।
লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, 'পাঁচ বছরপূর্তি আমাদের সবার জন্য বিশেষ এক মাইলফলক। পাঁচ বছর ধরে, আমারা আমাদের অতিথিদের চমৎকার ও উপভোগ্য সেবা দিয়ে আসছি। এ সময় আমরা বিশেষ কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস।' সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- লা মেরিডিয়ান ঢাকা