ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস

ঢাকায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৩:৩৩ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ | ০৩:৪১

বাড়তি যাত্রী চাহিদা মেটাতে ঢাকায় আরেক দফা ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস। আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে দু'টি ফ্লাইট চলাচল করবে। এর ফলে বাংলাদেশ থেকে যাত্রীরা ভায়া দুবাই এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কভূক্ত ৯৫টির অধিক গন্তব্যে ভ্রমণের সুবিধা পাবেন।

অতিরিক্ত ইকে-৫৮৫ ফ্লাইটগুলো পরিচালনার ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ। ফ্লাইটগুলো রাত ১টায় ঢাকা ছেড়ে স্থানীয় সময় ভোর ৪.৩৫ মিনিটে দুবাই পৌঁছাবে। 

ফিরতি ফ্লাইট ইকে-৫৮৪ বিকাল ৪.৪৫ মিনিটে দুবাই ছেড়ে স্থানীয় সময় রাত ১১টায় ঢাকায় অবতরণ করবে। 

দুবাই ভ্রমনের জন্য বিস্তারিত তথ্য www.emirates.com/flytoDubai এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

কোভিড-১৯ মেডিক্যাল বীমা কভার ছাড়াও ব্যক্তিগত দূর্ঘটনা, শীতকালীন খেলাধুলা, ব্যক্তিগত জিনিসপত্র হারানো, আকাশ পথ বন্ধ হয়ে যাওয়ার কারনে অপ্রত্যাশিতভাবে ভ্রমনে বিঘ্ন ঘটা ইত্যাদি ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন যাত্রীরা।

এছাড়া ৩০ জুন ২০২১ বা তার পুর্বে ভ্রমনের জন্য টিকিট ক্রয় করলে গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন, যেমন টিকিটের মেয়াদ ২ বছর পর্যন্ত্ম বৃদ্ধি এবং ভ্রমন তারিখ পরিবর্তনের সুযোগ।

আরও পড়ুন

×