ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এক হাজার কোটি টাকার তহবিল অনুমোদন

সিনেমা হল মালিকরা কম সুদে ঋণ পাবেন

সিনেমা হল মালিকরা কম সুদে ঋণ পাবেন

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৯:০৫

প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে সিনেমা হলের জন্য এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলোর মাধ্যমে সিনেমা হল নির্মাণ, সংস্কার ও আধুনিকায়নে কম সুদে ঋণ দেওয়া হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ তহবিল অনুমোদন হয়েছে।

গত ১৭ জুন জাতীয় চলচিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হলের জন্য এ তহবিল গঠনের ঘোষণা দেন। এর আগে গত আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি সিনেমা হলের জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশনা দেন। দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার এ উদ্যোগ নিচ্ছে।

বৈঠকে পুনঃঅর্থায়ন তহবিলের অনুমোদন করা হলেও এর সুদহার কত হবে এবং কতদিন মেয়াদে ঋণ নেওয়া যাবে তা ঠিক করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি সার্কুলার জারি করবে। 

সাধারণভাবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে ব্যাংকগুলো ব্যাংক রেটে (বর্তমানে যা ৪ শতাংশ) তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে বিতরণ করে। তবে করোনার এ সময়ে বাংলাদেশ ব্যাংক যেসব পুনঃঅর্থায়ন তহবিল ঘোষণা করেছে, গ্রাহক পর্যায়ে তার সর্বোচ্চ সুদহার রয়েছে ৫ শতাংশ। তবে করোনার আগে সাধারণত গ্রাহক পর্যায়ে এ ধরনের তহবিল থেকে গ্রাহকরা ৯ শতাংশ সুদে ঋণ পেতেন। 

বর্তমানে ব্যাংকগুলোর নিজেদের অর্থে দেওয়া ঋণের সুদহার ৯ শতাংশে নেমে এসেছে। এ কারণে পুনঃঅর্থায়ন তহবিলের সুদহার এর চেয়ে অনেক কম হবে।

আরও পড়ুন

×