ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাখা খোলার অনুমতি পেল ব্রোকারেজ হাউস

শাখা খোলার অনুমতি পেল ব্রোকারেজ হাউস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০৯:৫৯

দীর্ঘ প্রায় এক দশক পর ব্রোকারেজ হাউসকে নতুন শাখা খোলার অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার ইউনাইটেড সিকিউরিটিজকে চট্টগ্রামের আগ্রাবাদে শাখা খোলার অনুমতি দিয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১১ সালের ফেব্রুয়ারি থেকে নতুন ব্রোকারেজ শাখা খোলার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল তৎকালীন নিয়ন্ত্রক সংস্থা। তবে ২০১০ সাল থেকে নতুন করে কোনো ব্রোকারেজ শাখার অনুমোদন দেওয়া হয়নি বলে জানায় বিএসইসির কর্মকর্তারা।

আরো বেশি মানুষকে শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ করে দিতে ব্রোকারেজ হাউসগুলোকে দেশে বা দেশের বাইরে ডিজিটাল ব্রোকারেজ বুথ স্থাপনের অনুমতি দিয়ে গত ১৩ ডিসেম্বর এক নির্দেশনা জারি করে বিএসইসি। এর পর গত ৩০ ডিসেম্বর দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে ব্রোকারেজ হাউস খোলার অনুমতি প্রদানের ওপর নিষেধাজ্ঞাও তুলে নেয় সংস্থাটি।

আরও পড়ুন

×