ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সঞ্চয়ী হিসাব অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ডাচ-বাংলা ব্যাংকের

সঞ্চয়ী হিসাব অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ডাচ-বাংলা ব্যাংকের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:২৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:১৯

ডাচ-বাংলা ব্যাংকের স্যালারি ও স্টুডেন্ট অ্যাকাউন্টকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র সঞ্চয়ী হিসাবে গ্রাহকদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে সঞ্চয়ী হিসাবকে দু’টি প্রোডাক্টে বিভক্ত করা হয়েছে। ব্যাংকের গ্রাহক যে প্রোডাক্টে তার অ্যাকাউন্ট পরিচালনা করতে ইচ্ছুক, তা জানতে চেয়ে ব্যাংকের শাখাগুলো থেকে কিছু গ্রাহকদের কাছে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।

এরই প্রেক্ষিতে কিছু গ্রাহকদের অনুরোধে সঞ্চয়ী হিসাবকে দু’টি প্রোডাক্টে বিভক্ত না করে বর্তমানে যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই অপরিবর্তিত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রোববার ডাচ-বাংলা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ-বাংলা ব্যাংক আরও বলেছে, গ্রাহকদের মধ্যে যারা ইতোমধ্যে পত্র পেয়েছেন, তাদেরকে ওই পত্রটি বিবেচনায় না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন

×