ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Salextra তে নগদ অফার!

Salextra তে নগদ অফার!

salextra.com.bd ওয়েবসাইটে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করলে ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২১ | ০৯:১০

salextra.com.bd ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কেনার পর নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করলে ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এ অফারের আওতায় প্রতি পণ্যে  ১০% ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে  (সর্বোচ্চ ১,০০০ টাকা) বলে জানিয়েছে নগদ। 

এছাড়াও প্রতিটি পণ্যের কেনাকাটায় মিলবে উপহার। বিস্তারিত জানতে   www.salextra.com.bd সাইটে ভিজিট করতে বা  সেলেক্সট্রা শপের অফিশিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/salextraretail -তে চোখ রাখতে অনুরোধ জানিয়েছে নগদ।  পুরো জুন জুড়ে চলবে অফারটি। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×