বেকম্যানস ও পাঠাও এর বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২১ | ১৩:৩৮ | আপডেট: ১৭ জুলাই ২০২১ | ২৩:৫৩
আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’স এর বেকম্যান’স ‘করোনা ওয়ারিয়র্স ক্যাম্পেইনে’ যোগ দিয়েছে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকায় করোনা আক্রান্তদের জন্য সব হাসপাতালে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। পাঠাও অ্যাপের মাধ্যমে ‘পাঠাও হেলথ’ সার্ভিস এবং অ্যাপের হোমপেজের অ্যাপ কার্ড ব্যবহার করে কোভিড-১৯ রোগীরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
ঢাকার একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক, পাঠাও লিমিটেডের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ এবং আকিজ বেকার্স লিমিটেড এর পরিচালক এসকে জামিল উদ্দিন।
প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, দেশের এই প্রতিকূল পরিস্থিতিতে সরকারি পদক্ষেপের পাশাপাশি বেসরকারি খাতকে মানবতার স্বার্থেই এগিয়ে আসতে হবে। বেকম্যান’স ও পাঠাও হেলথ এর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।
অনুষ্ঠানে আকিজ বেকার্স এর পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, আকিজ গ্রুপ সব সময়ই দেশের মানুষের পাশে থেকেছে। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে করোনা মহামারির সময়ে আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও মানুষের উপকারে আসবে বলে আশা করছি।
পাঠাও লিমিটেডের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, সাধারণ মানুষের কল্যাণই আমাদের সব কাজের মূলমন্ত্র। আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্যসেবাকে সহজগম্য করা। মহামারিকালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার এই প্রয়াস সে প্রচেষ্টারই অংশ। বিজ্ঞপ্তি।