ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইথিওপিয়াকে ওষুধ ও মেডিকেল পণ্য আমদানির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ইথিওপিয়াকে ওষুধ ও মেডিকেল পণ্য আমদানির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ২৩:১৯ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ২৩:১৯

ইথিওপিয়াকে বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে আধুনিক যন্ত্রপাতি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করেছে। বাংলাদেশ কম মূল্যে বিশ্বমানের ওষুধ উন্নত বিশ্বে রপ্তানি করছে। প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এ রপ্তানি বাড়ছে।  

ইথিওপিয়া সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৪ মার্চ দেশটির রাজধানী আদ্দিস আবাবায় ইথিও হেলথ-২০২২ এবং ফার্মাসিটিউক্যাল বিনিয়োগ ফোরাম আয়োজিত বাণিজ্য বাণিজ্য মেলার অনুষ্ঠানে এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

টিপু মুনশি জানান, আগামী ২০২৫ সাল বাংলাদেশ প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মেডিকেল পণ্য রপ্তানির প্রত্যাশা করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২৫৯১ মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনীতি এখন ৪১৬তম। ২০৫০ সালে বাংলাদেশ বিশ্বের ২০টি বড় অর্থনীতির দেশে পরিণত হবে। 

২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ ৭৫১টি পণ্য ২০৩টি দেশে রপ্তানি করে  ৪৫ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ।

আরও পড়ুন

×