ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দিবস

২৪ বছরে পবিপ্রবি

২৪ বছরে পবিপ্রবি

মুহাম্মদ ইমাদুল হক ফিরদাউছ

প্রকাশ: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঐতিহ্য ও স্বাতন্ত্র্য বজায় রেখে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয়ে দক্ষিণাঞ্চলের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-পবিপ্রবি আজ ৮ জুলাই পদার্পণ করল ২৪ বছরে। জেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তরে দুমকী উপজেলা সদরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি। প্রথম প্রতিষ্ঠিত হয় পটুয়াখালী কৃষি কলেজ, যা ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে বেসরকারি কৃষি কলেজ হিসেবে স্নাতক পর্যায়ে কার্যক্রম শুরু করে। ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন। মূল ক্যাম্পাস ৯৭ একর ও বহিঃক্যাম্পাস (বাবুগঞ্জ, বরিশাল) ১২ দশমিক ৯৭ একরসহ মোট ১০৯ দশমিক ৯৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয়ে রয়েছে সুবিশাল মনোরম ক্যাম্পাস।

 বর্তমানে ৮টি অনুষদে ৪৪১৮ জন ছাত্রছাত্রী, ২৫৯ জন শিক্ষক, ১৮৯ জন কর্মকর্তা ও ৫২২ জন কর্মচারী রয়েছেন। কেবল কৃষি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশ ও জাতির সময়োপযোগী চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের অধীনে ৯টি ডিগ্রি দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীদের জন্য ৫টি আবাসিক হল রয়েছে। বরিশালের বাবুগঞ্জের বহিঃস্থ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে আরও ২টি হল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডিজিটাল পরিচয়পত্র (ইলেকট্রনিক চিপ) করা হয়েছে। ভেটেরিনারি টিচিং হাসপাতাল আছে একটি ও কৃষি গবেষণা খামার ৩টি।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত পবিপ্রবি ইনোভেশন ডিসেমিনেশন সেন্টারের (পিআইডিসি) মাধ্যমে দুমকীসহ পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার বিভিন্ন প্রান্তিক চাষিকে চাষাবাদের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার, তথ্যপ্রযুক্তির প্রসার, মৎস্যজীবীদের উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ, মাছের পরিচর্যা ও সংরক্ষণ, গবাদি পশুপালন ও চিকিৎসা সুবিধা প্রদান, খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

পবিপ্রবিতে বেশ কয়েকটি উন্নত ও উচ্চফলনশীল ফলের জাত উদ্ভাবিত হয়েছে। যেগুলোর মধ্যে পিএসটিইউ বিলাতি গাব-১, পিএসটিইউ বিলাতি গাব-২, পিএসটিইউ ডেউয়া-১, পিএসটিইউ ডেউয়া-২, পিএসটিইউ বাতাবি লেবু-১, পিএসটিইউ কামরাঙা-১, পিএসটিইউ কামরাঙা-২, পিএসটিইউ তেঁতুল-১, সারের দক্ষতা বাড়ানোর জন্য বায়োচার ব্যবহার প্রযুক্তি, ভুট্টা ও সূর্যমুখীর সার ব্যবহার প্রযুক্তি এবং কার্প ফ্যাটেনিং প্রযুক্তির উদ্ভাবন উল্লেখযোগ্য। এ ছাড়াও উদ্ভিদ ও প্রাণী নিয়ে দেড় শতাধিক গবেষণা চলমান। বিশ্বের সেরা গবেষকের তালিকায় এ বছর এ বিশ্ববিদ্যালয়ের ১১৭ জন গবেষক স্থান পেয়েছেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পবিপ্রবির উপাচার্য সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মুহাম্মদ ইমাদুল হক ফিরদাউছ: ডেপুটি রেজিস্ট্রার, পবিপ্রবি

আরও পড়ুন

×