ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আর্তচিৎকারই তামিমদের প্রাপ্য?

আর্তচিৎকারই তামিমদের প্রাপ্য?

তৌহিদ উল বারী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ১৮:০০

যে হাত দিয়ে ব্যাট চালিয়ে এক সময় দেশ তথা বিশ্বের বুকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন; সেই হাতে টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে কেন বিদায় নিতে হয় মুশফিক, মাহমুদউল্লাহ, তামিমদের? এর পেছনের ইতিহাস কী হতে পারে? কী সেই কারণ, যা তাদের এভাবে বিদায় নিতে বাধ্য করে? আমরা কি তা বুঝি কিংবা বুঝতে চেষ্টা করি, নাকি পর্দায় তাদের এসব কাণ্ড দেখে হাততালি দিয়ে শুধু দর্শকের ভূমিকা পালন করি?

নীরব কান্না, হাহাকার, আর্তচিৎকারই তামিমদের বিদায়বেলার স্মৃতি! তারা কি হাসিমুখে বিদায়ের যোগ্যতা রাখেন না? রাখেন না কি বিদায়ী মঞ্চে ফুলেল শুভেচ্ছায় খুশির জোয়ারে বিদায় নেওয়ার সুন্দর মুহূর্তের অংশীদার হতে?

কেন এই হাহাকার আর মন খারাপের সংবাদ সম্মেলন? কেন টিস্যু দিয়ে চোখ মোছার করুণ দৃশ্য? তারা কি কোনো অপরাধী ক্রিকেটপাড়ায়, নাকি তাদেরকে তীব্র ঘৃণা সৃষ্টি করতে বাধ্য করেন ঊর্ধ্বতন কর্তাবাবুরা? তারা কি ক্ষোভের শিকার কোনো রাজনৈতিক ব্যক্তি-মহলের?

এভাবে তাদের অভিমানী বিদায় কীসের ইঙ্গিত দেয় ক্রিকেটপাড়ায়? অনেকের কাছে তা হাস্যরসের খোরাক জোগালেও দিন শেষে ক্রিকেটপ্রেমীরা বড় দুঃখ আর কষ্ট অনুভব করেন হৃদয়ের গহিনে। অশান্ত ভক্তরা হয়তো অঝোর ধারায় কাঁদেন নিভৃতে।

তাদের এই বিদায় আমাদের কি এক মুহূর্তের জন্য হলেও ভাবায় না? কত আঘাত, অপমান আর অবহেলার শিকার হলে এভাবে সংবাদ সম্মেলন করে চোখ মুছতে মুছতে চলে যান! হয়তো আমাদের কিছু করার নেই, কিন্তু তাদের বিদায় কেন এমন হাহাকার আর আর্তনাদের– তা অবশ্যই ভাবতে হবে। ভাবতে হবে, তাদের এই বিদায় বিভিন্ন ক্রিকেট লিগ বা জাতীয় দলে কোনো প্রভাব ফেলবে কিনা! ফেললেই বা কে নেবে এ দায়ভার– প্রশ্ন যেন থেকেই যায় ক্রিকেটের সচেতন মহলে। 

শিক্ষার্থী, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম

আরও পড়ুন

×