ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইবির আবাসন সংকট নিরসন জরুরি

ইবির আবাসন সংকট নিরসন জরুরি

মোসাদ্দেক হোসেন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৮:১৭

বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা আর হলে থাকা একটি অন্যটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমার মতে, বিশ্ববিদ্যালয় জীবন অপূর্ণ থেকে যায় যদি হলে থাকার সুযোগ না হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এখানে ছাত্রদের পাঁচটি এবং ছাত্রীদের তিনটি আবাসিক হল বিদ্যমান। তিনটি হল নির্মাণাধীন। আটটি হলে চার হাজারের মতো শিক্ষার্থী থাকতে পারছে, যা মোট শিক্ষার্থীর মাত্র ২১ শতাংশ। নির্মাণাধীন তিনটি হলের কাজ শেষ হলে আবাসন কিছুটা বাড়বে।

 পর্যাপ্ত হল এবং শতভাগ আবাসন সুবিধা না থাকায় শিক্ষার্থীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক শিক্ষার্থীর পরিবার সন্তানকে মেসে রাখার পক্ষে নয়। অর্থনৈতিক সীমাবদ্ধতা তো রয়েছেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়ের সবচেয়ে বড় মাধ্যম টিউশনি। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়টি শহরের বাইরে হওয়ায় আশপাশে টিউশনি নেই বললেই চলে। ফলে একদিকে আসনের অভাবে অনেক শিক্ষার্থী হলে থাকতে পারছেন না, অন্যদিকে টাকার অভাবে পারছেন না আশপাশে কোনো মেসে থাকতে। টিউশনির জন্য থাকতে হচ্ছে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে। শহরে থেকে প্রতিদিন ৫০ কিলোমিটার যাতায়াত করার পর একজন শিক্ষার্থীর পড়ালেখায় মনোযোগ থাকে কতটুকু?

বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে হওয়ায় আমাদের কোনো ক্ষোভ নেই। আমরাও চাই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান শহরের কোলাহল থেকে দূরে থাক। শিক্ষার পরিবেশ বজায় থাকে এমন প্রাকৃতিক পরিবেশে বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। পাশাপাশি আমরা এটিও প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয় করতে হবে পর্যাপ্ত আয়তনের জমি নিয়ে, যাতে চাহিদা অনুযায়ী একাডেমিক, প্রশাসনিক ভবনের পাশাপাশি পর্যাপ্ত আবাসিক হল নির্মাণ করা যায়। অর্থ বরাদ্দের অভাবে হল নির্মাণ করা যায় না– এমন যুক্তি শুনতে চাই না। কারণ পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকলে বিশ্ববিদ্যালয় করার কী দরকার? জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কৃতিত্ব নেওয়ায় দোষ নেই। তবে আগে বিশ্ববিদ্যালয়ের সব বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। তা না করে নামমাত্র বিশ্ববিদ্যালয় করার যুক্তি নেই। যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবাসন ও ক্যান্টিন সুবিধা থাকা খুবই জরুরি। একই সঙ্গে পুষ্টিকর খাবার সরবরাহের বিষয়ও বিবেচনায় রাখতে হবে। কারণ শিক্ষার্থীর সুস্থতা অনেকটা নির্ভর করে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের মধ্যে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পর্যাপ্ত হল নির্মাণের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

আরও পড়ুন

×