ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টেকসই উন্নয়ননীতি সময়ের দাবি

টেকসই উন্নয়ননীতি সময়ের দাবি

আশরাফুল আলম

প্রকাশ: ২১ জুলাই ২০২৩ | ১৮:০০

  বিগত বছরগুলোয় দারিদ্র্য থেকে বহু মানুষ বেরিয়ে এলেও সাম্প্রতিক সময়ে অনেক মানুষ আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। দেখা গেছে, দারিদ্র্য নিরসনে যে উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে স্থায়িত্বশীলতায় ঘাটতি রয়েছে। বিভিন্ন অঞ্চলে বসবাসরত দেশের দারিদ্র্যক্লিষ্ট জনগোষ্ঠীর বড় অংশ জীবিকার তাগিদে শহরে পাড়ি জমায়। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কাজকর্ম গুটিয়ে আবার তাদের গ্রামে ফিরে যেতে হয়। দেখা যায়, অনেকে তাদের জমানো অর্থ খরচ করে জীবিকায়ন করতে থাকে। এমনকি কেউ কেউ বেশি দিন বেকার থাকায় ঋণ করে চলতে বাধ্য হয়।

শহরের তুলনায় গ্রামে কাজের সুযোগ কম। বড় বড় শিল্প-কারখানার ওপর অত্যধিক নির্ভরশীলতার কারণে শহরের ওপর জনসংখ্যার চাপ বেড়েই চলেছে। সেখানে সাধারণ মানুষের জীবনযাপনে ব্যয়ের চাপ অত্যধিক। তা ছাড়া অনিশ্চয়তার কর্মক্ষেত্রে আসা-যাওয়ার মধ্যে অর্থ ব্যয়ের পরিমাণও কম নয়। দিনের পর দিন দ্রব্যমূল্যের সঙ্গে প্রাপ্ত মজুরির পার্থক্য বেড়েই চলেছে। দারিদ্র্য হ্রাসের যে অগ্রগতি তা বেশ মন্থর। সম্প্রতি খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার মতো অর্থনৈতিক ধাক্কা সামলানো অনেক পরিবারের পক্ষে অসাধ্য। এর ফলে অনেক পরিবার দারিদ্র্যসীমার ওপরে উঠে এলেও তা দীর্ঘস্থায়ী হয় না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয় ও ব্যয় জরিপ ২০২২-এ দেওয়া তথ্যানুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার এখন ৫ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এই হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ কভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও দেশে দারিদ্র্যের হার কমেছে। এই হার এখন ১৮ দশমিক ৭ শতাংশ। কভিড-পরবর্তী সময়ে দেশে দারিদ্র্য হ্রাসের এই চিত্র আশাব্যঞ্জক বলে মনে করেন বিবিএসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা মনে করেন, দারিদ্র্য বিমোচনের এ ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে। তবে এমন প্রত্যশা পূরণের পথে যে কোনো সময় অজানা দুর্যোগ বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ আমরা দেখেছি, ২০২০ সালের শুরুর দিকে কভিড-১৯ যেভাবে দেশের অর্থনীতিকে আঘাত করেছে, তা ছিল সবার অজানা।

দেশে দারিদ্র্যের হার দিন দিন হ্রাস পাওয়া নিশ্চয় ভালো খবর। কিন্তু এর সঙ্গে স্থায়িত্বশীল মজুরির নিশ্চয়তা না থাকলে যে কোনো খারাপ পরিস্থিতিতে আবার সেই হার পূর্বাবস্থায় ফিরে যেতে পারে অথবা অগ্রগতি থমকে যেতে পারে। সুতরাং দারিদ্র্য হ্রাসের গতি এগিয়ে নিতে উন্নয়ন মডেলের বৈশিষ্ট্যের গুণগত মান বৃদ্ধি এবং স্থায়িত্বশীলতা বিবেচনা জরুরি।

গাইবান্ধা

আরও পড়ুন

×