ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধুপখোলার খেলার মাঠ ফিরে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ধুপখোলার খেলার মাঠ ফিরে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাঠ হস্তান্তর করেন ঢাকা জেলা প্রশাসন। ছবি: সমকাল

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ১৭:৪৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ | ১৮:০৩

বেদখল হওয়া পুরান ঢাকার ধুপখোলা খেলার মাঠ পুনরায় ফিরে পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রোববার বিকেল ৪টায় ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়কে মাঠ বুঝিয়ে দেন।

এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে ধুপখোলা মাঠে যান ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় ধুপখোলা মাঠের ৫ একর ৩২ শতাংশ জমির মধ্যে সীমানা প্রাচীরে ঘেরা সাড়ে ৪ একর জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের উপস্থিতিতেই মাঠের ফটকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ লেখা ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে ফুটবল পাসিংয়ের মাধ্যমে মাঠ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠ হস্তান্তরের মাধ্যমে একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা হলো। আমি চাই, এখানে বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী সাইনবোর্ড হোক। বৈষম্যের বিরুদ্ধে আপনারা যে বিজয় দেখিয়েছেন, স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে আমরা আর দেখিনি। এটা আমার নিজের জন্যও অনেক বড় একটি শিক্ষা।

এ সময় তিনি আরও বলেন, আপনাদের অসংখ্য হল বেদখল হয়ে গেছে, দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জবি প্রশাসন ও সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকা জেলা প্রশাসন আপনাদের সকল হল উদ্ধার করবো। ঢাকা শহরে ১ হাজার ৭০০ এর অধিক বাড়ি আছে, যেসব দুর্বৃত্তরা দখল করে আছে। তারা অনেক সময় লিজ নবায়ন করে না। ওইসব বাড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিতে পারি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী বলেন, এই ধুপখোলা মাঠে দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। কিন্তু করোনাকালীন সময়ে হুট করে কী কারণে মাঠটি আমাদের কাছ থেকে নিয়ে নেয়া হল তা এখনো বুঝে উঠতে পারিনি। আমি আশা করবো, জেলা প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে। এ সময় কোষাধ্যক্ষ ধুপখোলা মাঠে খুব দ্রুত একটি টুর্নামেন্টে আয়োজন করার ঘোষণা দেন।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠটি দখল করে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তারপর থেকেই মাঠে কোনো কর্তৃত্ব ছিল না বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শেখ হাসিনা সরকারের পতনের পর জবি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ মাঠ পুনরায় বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন।

এদিকে দীর্ঘদিন পর খেলাধুলার জন্য মাঠ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল রিয়াদ বলেন, এই মাঠ আমাদের। ক্যাম্পাসে আসার পর সকাল-বিকাল আমরা খেলাধুলা করেছি। করোনার মধ্যে হুট করে বেদখল হয়। মাঠের এক পাশে মার্কেট তোলা হয়। আমরা আবারও খেলতে পারবো। জবিয়ানদের জন্য এটি আরেকটি বিজয়।
 

আরও পড়ুন

×