ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বশেমুরকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাজমুল, সদস্য সচিব হুমায়ুন

বশেমুরকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাজমুল, সদস্য সচিব হুমায়ুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১৯:০১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকারকে (উপসচিব) আহ্বায়ক এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবিরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির আত্মপ্রকাশ হয়।

এ আহ্বায়ক কমিটি এজিএম আয়োজনসহ প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবে।

গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি করে।

কমিটির আহ্বায়ক নাজমুল সরকার বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ের বিএস ১ম ব্যাচের ছাত্র, তখন হতেই নানা সংগঠন করেছি। এ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিচ্ছবি। আমাকেসহ কমিটিকে যে দায়িত্ব ভিসি স্যার এবং সবাই মিলে দিয়েছেন তা সবার সহযোগিতায় সুন্দর করে করব। আমি মনে করি, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের স্বপ্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের কাজ দ্রুত বাস্তবায়ন করাই এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলার প্লাটফর্মের পথচলা শুরু হতে যাচ্ছে জেনে সবাই অত্যন্ত আনন্দিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, গাজীপুরের শালবনের সবুজের মাঝে গড়ে ওঠা এ কৃষি বিশ্ববিদ্যালয় দেশে এবং বিদেশে স্বমহিমায় অনন্য। ১৯৮৩ সালে গাজীপুর শহরের নিকটে প্রতিষ্ঠিত ইপসা ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০০৫ সালে বি এস (অনার্স) কোর্স শুরু হয় এখানে।

আরও পড়ুন

×