ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সুন্দরের ধারাক্রম

সুন্দরের ধারাক্রম

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ২৩:৩১ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ | ২৩:৩৭

বলিউড অভিনেত্রীদের সৌন্দর্যে মুগ্ধ আট থেকে আশি। তাদের বয়স বাড়লেও থাকে সেই সৌন্দর্যের ঝলক। বলিউডের পাঁচ অভিনেত্রীকে নিয়ে এই আয়োজন। লিখেছেন আব্দুল্লাহ আল মামুন

মাধুরী দীক্ষিত
নব্বই দশকে বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলার জুটি নিয়ে দর্শকের মধ্যে একটি উন্মাদনা কাজ করত। জুহির মুখের সারল্য এবং হাসি পর্দায় যেন স্নিগ্ধতা ছড়াত। এক সময় জুহিকে প্রচুর সিনেমা করতে দেখা গেলেও অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। ২০২২ সালে ‘হাশ হাশ’ নামে একটি ওয়েব সিরিজে বহু বছর পর অভিনয় করতে দেখা যায় তাঁকে। ৫৫ বছরে এসেও তাঁর রূপের জেল্লা কোনো অংশে কমেনি।

কাজল
বর্তমানে তারকা সন্তানদের মধ্যে বেশির ভাগ সময় চর্চায় থাকেন কাজলকন্যা নায়সা। মাঝেমধ্যে কাজলের সঙ্গে তাঁর কন্যার তুলনাও করা হয়। কাজলের ক্যারিয়ার শুরুর পর্বে কোনো ছবির সঙ্গে বর্তমানের ছবি দেখলে সেই পরিবর্তন খালি চোখে ধরা পড়ে। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করে সাফল্যের শিখরে পৌঁছেন কাজল। বড় পর্দা থেকে মাঝেমধ্যেই সাময়িক বিরতি নিতে দেখা যায় ৪৮ বছরের অভিনেত্রীকে। সম্প্রতি ‘সালাম ভেঙ্কি’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে কাজলকে।

সুস্মিতা সেন।
ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ফিল্ম জগতের সঙ্গে পরিচয় তাঁর। এরপর দর্শকের মনে নিজের জন্য জায়গা তৈরি করে ফেলেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজের জন্যও কাজ করতে দেখা যায় তাঁকে। সুস্মিতার ক্যারিয়ার আকাশছোঁয়া হওয়ার পরও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে বরাবর বিতর্কে থাকেন তিনি। অভিনয় জগৎ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার পর তিনি ‘আরিয়া’ ওয়েব সিরিজে কাজ করেছেন। ৪৭ বছর বয়সেও পর্দায় তাঁর অভিনয় অনবদ্য।

ক্যাটরিনা কাইফ
বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি ১৬ জুলাই ১৯৮৩ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন, মডেল হিসেবে ভারতীয় সিনেমা শিল্পে পা রাখেন। ক্যাটরিনা কাইফ মালয়ালম, তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি বলিউডে কাজ করেছেন ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘এক থা টাইগার’, ‘জব তক হ্যায় জান’, ‘নিউ ইয়র্ক’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ব্যাং ব্যাং’, ‘ফ্যান্টম’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘জিরো’ ইত্যাদি সুপারহিট চলচ্চিত্রে। সুন্দরের সুবাস ছড়িয়ে যাচ্ছেন এখনও।

আলিয়া ভাট
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়ার। এরপর কেটে গেছে ১২ বছর। এখন সেই ১৯ বছরের আলিয়া বলিউড তো বটেই, হলিউডেও নিজের প্রতিভায় পরিচিতি পেয়েছেন। এক শিশুসন্তানের মা ও অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী আলিয়া খুব কম বয়সেই দক্ষ অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন। তাঁর সৌন্দর্যের কথা না বললেই নয়। সঠিক সময়ে মা হওয়া, এরপর ওজন কমিয়ে স্বরূপে ফিরে  ক্রমাগত প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

×