ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বিশেষ আয়োজন

ঈদ আনন্দ

তারকার অল্প স্বল্প গল্প

যেমন মায়ের মুখের ভাষা শুনে প্রথম ঠোঁট নাড়ানো, যেমন বাবার হাত ধরে প্রথম হাঁটতে শেখা, তেমনই, এক বা একাধিক মানুষ ও মানসের হাত ধরে মঞ্চে কিংবা পর্দায় আগমন ঘটে শিল্পীর। সাধারণ দর্শক শ্রোতার কাছে শিল্পী-নাম উচ্চারিত হয়, কিন্তু যাঁদের হাত ধরে তাঁরা মঞ্চস্থ, তাঁদের নাম ও গল্প হয়তো অনুচ্চারিতই থেকে যায়। ঋণ পরিশোধ অসম্ভব। তবে কখনও-সখনও গুরুঋণ স্বীকার করে নিয়ে, পাঠকের সঙ্গে কিছু আনন্দ ও বোধ ভাগ করে নিতে ইচ্ছে জাগে। ভক্ত-পাঠকরাও আগ্রহের সঙ্গেই জানতে চান কথাগুলো, শুনতে চান পেছনের গল্পগুলো। উভয়ের আগ্রহের বন্ধন গড়ে দিতে এ আয়োজন। কথা বলেছেন তিন পৃথক মঞ্চের তিন অতিপ্রিয় তারকা পূর্ণিমা, জাহিদ হাসান ও কনা। গ্রন্থনায় এমদাদুল হক মিলটন

আপডেটঃ ২৮ মার্চ ২০২৫ | ০০:০১
তারকার অল্প স্বল্প গল্প