ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বিশেষ আয়োজন

বিজয় দিবস

মুক্তিযুদ্ধের চেতনা ও গণআকাঙ্ক্ষা

প্রতিবার ডিসেম্বর মাসের এই সময়টায় ‘বিজয় দিবস’ পালনের একটা দায় সামনে এসে পড়ে। তা হলো মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর দিকে ফিরে তাকানো। ভেবে দেখা– সেখান থেকে আমরা কতদূর অগ্রসর হলাম। ৭ মার্চের ভাষণে সাড়ে সাত কোটি মানুষের প্রতিনিধিত্ব করে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।... এ দেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে…’ তার কতটুকু আমাদের জীবনে সত্য হলো? দুঃস্বপ্নের মতো মনে পড়ে এর পরের চিত্র। সেই ভয়াবহ গণহত্যার পরিপ্রেক্ষিতে কোটি মানুষের অসহায় দেশত্যাগ, ত্রিশ লাখ লোকের হত্যা, লাখো নারীর ওপর পৈশাচিক নির্যাতন এবং একটা গোটা জাতির ‘চেহারা বদলে দেওয়ার’ মানবিকতাবোধহীন উন্মত্ততায় দেশের প্রতিটি মানুষকে নিদারুণ শঙ্কা আর অবমাননায় অবরুদ্ধ করে রাখা।

আপডেটঃ ১৭ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪৪
মুক্তিযুদ্ধের চেতনা ও গণআকাঙ্ক্ষা