ঢাকায় একঝাঁক তারকা নিয়ে আনন্দমেলার ‘মিট এন্ড গ্রিট’

মিটি এন্ড গ্রিট আয়োজনে ফটোসেশন। ছবি: সিঁথিল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ১৩:৩০ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ১৩:৩১
প্রতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্টের লস এঞ্জেলস শহর ‘লিটল বাংলাদেশ’ নামক এলাকা সত্যি সত্যি যেনো হয়ে উঠে এক খণ্ড বাংলাদেশ। বাংলাদেশ থেকে একঝাক তারকা ছুটে যান সেখানে। পারফর্ম করেন, প্রবাসীদের সঙ্গে আনন্দে মেতে উঠেন। প্রবাসীরা এটাকে নাম দিয়েছেন ‘আনন্দমেলা’। প্রতি বছরের ন্যায় এবারও ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হচ্ছে এই আনন্দমেলার নবম পর্ব। যার পূর্ব প্রস্তুতি শুরু হয়েছে ইতোমধ্যে।
এ উপলক্ষেই সম্প্রতি ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে হয়ে হয়ে ‘আনন্দমেলা মিট এন্ড গ্রিট’। অনুষ্ঠানটি যেনো হয়ে উঠে ছিল এক খণ্ড তার হাট। বিগত বছরগুলোতে যারা আনন্দমেলা এল এতে অংশ নিয়েছিলেন এবং যারা অংশ নিচ্ছেন তাদের অনেকেই সেখানে হাজির হয়েছিলেন। এরমধ্যে ছিলেন বরেণ্য নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, কণ্ঠশিল্পী আসিফ আকবর, চিত্রনায়ক ইমন, উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, কণ্ঠশিল্পী লুইপা, কিশোর দাস, মিলন, অভিনেত্রী তানহা তাসনিয়া, পরিচালক, অনন্য মামুন, সাজিন আহমেদ বাবু ও সাংবাদিক অনিন্দ্য মামুন, আল কাসির ও মাজহারুল তামিমসহ অনেকেই।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মিরাক্কেলের আবু হেনা রনি।
মূলত অনুষ্ঠানটি আয়োজন করেন ‘আনন্দ মেলা’ সংস্থার বর্তমান চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এ সময় তিনি আনন্দমেলার নবম পর্ব নিয়ে বিভিন্ন বিষয় শেয়ার করেন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলসে বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন আনন্দমেলা। দুইদিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশীদের এক জনসমুদ্রে পরিণত হয়।এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত এবং কোন প্রবেশ মূল্য নেই। বরাবরের মত নবম আসরও থাকছে নানা আয়োজনে ভরপুর। ৫টা থেকে রাত ১১টা পর্যন্তে এতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়াও থাকছে বিভিন্ন বাংলাদেশী পন্য সামগ্রী, দেশীয় মুখরোচক খাবার এবং দেশীয় পোশাকের কেনাকাটার সুবিধা।
‘আনন্দমেলা’প্রতিষ্ঠাতা হচ্ছেন খান মুহাম্মদ আলী। মূলত তার উদ্যোগেই এই আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি ‘আনন্দমেলা মিট এন্ড গ্রিট’এ স্বশরীরে উপস্থিত না থাকতে পারলেও হাজির ছিলেন ওভার দ্য ফোনে। সেখানে থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আনন্দ মেলার মূল আকর্ষণ প্রবাসী তারকা শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের দ্বারা পরিবেশিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আনন্দ মেলার নবম আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কন্ঠশিল্পী প্রিতম হাসান, প্রতিক হাসান, কিশোর দাশ মৌসুমী মৌ, কণ্ঠশিল্পী কনসাহ একঝাঁক তারকা।
- বিষয় :
- বিনোদন নিউজ