গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ মডেল, খালে মিলল মরদেহ

মডেল শীতল। ছবি: ফ্রি প্রেস জার্নাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ১৭:২৬ | আপডেট: ১৬ জুন ২০২৫ | ২০:৩৩
মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর শীতল নামে এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভারতের হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি খাল থেকে ২৩ বছর বয়সী এই মডেলের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উত্তর ভারতের হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার গলা কাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই ধারণা করছে পুলিশ।
শীতলের বোন নেহা জানান, তাকে ফোন করে শীতল জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক সুনীল তাকে নির্যাতন করছে এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর তিনি বোনের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। এরপর নেহা পুলিশ স্টেশনে গিয়ে শীতল নিখোঁজ হওয়ার অভিযোগ দেন। বোনের লাশ উদ্ধারের পর নেহা বলেন, শীতলের সাবেক বন্ধু সুনীল এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন নেহা।
মডেল শীতলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- লাশ উদ্ধার
- মডেল
- মরদেহ উদ্ধার
- ভারত