ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

তাণ্ডব’ সিনেমা পাইরেসিতে তিনজন গ্রেপ্তার, তদন্তে নেমেছে ডিবি

তাণ্ডব’ সিনেমা পাইরেসিতে তিনজন গ্রেপ্তার, তদন্তে নেমেছে ডিবি

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১৩:১৫ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ১৪:০০

শাকিব খান ও সাবিলা নূর অভিনীত ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত এই ছবিকে ঘিরে মাল্টিপ্লেক্সগুলোতে এখনো দর্শকের ভিড় লেগে আছে। এরই মধ্যে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির সম্পূর্ণ এইচডি কপি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই কপিরাইট আইনে বনানী থানায় মামলা করেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। মামলার পর তদন্তে নামে পুলিশ এবং সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে।

বুধবার (১৯ জুন) দুপুর পৌনে ১২টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন:

টিপু সুলতান (৩৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।

সাদি সাদ, ময়মনসিংহ জেলা থেকে গ্রেপ্তার।

সাজেদুল ইসলাম, সাভার থেকে গ্রেপ্তার।

ডিবি সূত্রে জানা গেছে, মূলত টিপু সুলতান ছিলেন এই পাইরেসি চক্রের অন্যতম হোতা। তিনি বেআইনিভাবে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি সংগ্রহ করে তা অনলাইনে ছড়িয়ে দেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর মাইজদী শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, “টিপু সুলতান প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাইরেসির দায় স্বীকার করেছে। বর্তমানে তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। বনানী থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ডিবি আরও জানায়, গ্রেপ্তার হওয়া সাদি সাদ ও সাজেদুল ইসলামের সঙ্গে কিছু প্রেক্ষাগৃহের যোগাযোগ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিভাবে সিনেমার এইচডি কপি বাইরে ছড়িয়ে পড়ল, কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতেই তদন্ত চলছে।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে, যার শিকড় দেশের কিছু হলে গিয়েও ছড়িয়ে থাকতে পারে।
 

আরও পড়ুন

×