ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শাড়িতে হাস্যোজ্জ্বল তিশা

শাড়িতে হাস্যোজ্জ্বল তিশা

নুসরাত ইমরোজ তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১৯:২৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ | ১৯:২৬

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ‘সাত প্রহরের কাব্য’ নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। সম্প্রতি লাল ও সাদা শাড়িতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।


শরৎকাল প্রায় শেষের দিকে। প্রকৃতি কাশফুলের শুভ্রতা ছেড়ে হেমন্তের হিমেল হাওয়ায় দোল খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে শরৎকালের শেষ বেলায় কাশফুলের বনে হারালেন জনপ্রিয় অভিনেত্রী। ছবিতে কাশফুলের মাঝে লাল শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন।


পোস্টের ক্যাপশনে তিশা লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের বনে।’


লাল শাড়িতে আকাশের দিকে তাকানো খোলা চুলের তিশা কাশফুলের মাঝে যেন সত্যি হারিয়ে গেছেন।

তার কপালে ছোট্ট টিপ ও মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেনরা। উচ্ছ্বাসভরা মুখ এবং লো মেকআপ লুক আর চোখের চাহনি অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

তার দুইদিন আগেই ঘিয়া কালারের শাড়িতে হাজির হন তিশা। হুট হাট! হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি পোস্ট করে বললেন ‘হুট হাট!’


২০১০ সালের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা।


এ তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন

×